রূপগঞ্জে রোলস রয়েস দুর্ঘটনায় মাসকো গ্রুপ মালিকপুত্র আহত, হাসপাতালে ভর্তি


রূপগঞ্জে রোলস রয়েস দুর্ঘটনায় মাসকো গ্রুপ মালিকপুত্র আহত, হাসপাতালে ভর্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন এলাকার তিনশ ফিট সড়কে একটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে মাসকো গ্রুপের মালিক এম এ সবুরের ছেলে আরিফ বিল্লাহ (৪২) গুরুতর আহত হন।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে সম মার্কেট এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় আরিফ বিল্লাহকে পুলিশ উদ্ধার করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গাড়িটিতে আরিফ বিল্লাহ তার দুই ভাই এবং দুই বন্ধু নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিনশ ফিট রোডে পৌঁছানোর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যবর্তী সড়কদ্বীপে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। তবে দুর্ঘটনায় আরিফ বিল্লাহ ছাড়া কেউ আহত হননি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×