আমরা চাই সেই নির্বাচন সময়মতো হোক: গয়েশ্বর


আমরা চাই সেই নির্বাচন সময়মতো হোক: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একাত্তরের পরাজিত শক্তির প্রতি জনগণ ভোট দিলে তা গণতন্ত্রের অংশ হিসেবে মেনে নেওয়া হবে, তবে মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে তাদের দম্ভ সহ্য করা সম্ভব নয়। তিনি বলেন, “স্বাধীনতা যুদ্ধের সময় যারা অপরাধ করেছে, আমরা ক্ষমা করলেও ভুলিনি।”

শনিবার (১৯ জুলাই) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে উপজেলা বিএনপির আয়োজনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, “বিএনপি কোনোভাবে ক্ষমতালোভী দল নয়, বরং জনগণের ভোটাধিকারের পক্ষে আন্দোলন করছে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তা গণতন্ত্রের অংশ হিসেবে মেনে নেওয়া উচিত।”

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবচেয়ে বড় সংস্কারক হিসেবে উল্লেখ করে বলেন, “বিএনপি কুসংস্কার নয়, বরং সংস্কারে বিশ্বাসী।”

আসন্ন নির্বাচনের প্রসঙ্গে গয়েশ্বর বলেন, “যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হবেন, তিনি নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাই সেই নির্বাচন সময়মতো হোক। কেউ যদি এতে বাধা দেয়, বিএনপি তার পাশে থাকবে।”

বর্তমান নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (PR) অনেক দেশে কার্যকর হলেও আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতায় এটি অবান্তর। এটি হচ্ছে পেছনের দরজা দিয়ে ক্ষমতা গ্রহণের পথ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, যাদের মধ্যে ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির খোকন, সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×