১০ লাখ লোকের সমাবেশে ১০০ কোটি টাকা খরচ করেছে জামায়াত: ফজলুর রহমান


১০ লাখ লোকের সমাবেশে ১০০ কোটি টাকা খরচ করেছে জামায়াত: ফজলুর রহমান

কিশোরগঞ্জের ইটনায় উপজেলা কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলনে জামায়াত-বিএনপি সম্পর্ক নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। তিনি অভিযোগ করেন, জামায়াত সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ মানুষের সমাবেশ করতে ১০০ কোটি টাকা ব্যয় করেছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে ইটনা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাহস থাকলে নির্বাচনে অংশ নিন, ভোটের মাঠে আসুন।”

ফজলুর রহমান দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একবার নির্দেশ দেন যে— মুক্তিযুদ্ধবিরোধীদের সঙ্গে তিনি কোনো সম্পর্ক রাখবেন না, তাহলে জামায়াতের শীর্ষ নেতারা নিজেই এসে ক্ষমা চাইবে।

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে স্লোগান দিতে উৎসাহ দিয়ে তিনি বলেন, “জামায়াত-শিবির রাজাকার, বাংলা ছাড় এখনই।” ফজলুর রহমান বলেন, এসব স্লোগান জামায়াতের হৃদয়ে ঘা দিচ্ছে।

তারেক রহমানের বিরুদ্ধে যারা কটূক্তি করে, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “জামায়াত যে ভাষায় তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে, এমনকি আওয়ামী লীগও ততটা নিচে নামেনি।”

তিনি আরও বলেন, “তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মুক্তিযুদ্ধের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াত-শিবির সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ তারা দেশের স্বাধীনতার চেতনাবিরোধী শক্তি।”

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. হাবিবুল হান্নান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহফুজুর রহমান মাহফুজ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী। উদ্বোধন করেন জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এস.এম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×