খুলনা রেঞ্জের ৬৪ থানায় অনলাইন জিডি চালু, মোবাইল অ্যাপেই মিলবে সেবা


খুলনা রেঞ্জের ৬৪ থানায় অনলাইন জিডি চালু, মোবাইল অ্যাপেই মিলবে সেবা

খুলনা রেঞ্জের অধীন ১০ জেলার ৬৪টি থানায় আজ (রোববার) রাত ১২টা থেকে একযোগে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হচ্ছে। খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক এ তথ্য জানিয়েছেন।

রোববার (২০ জুলাই) বিকেলে ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘Online GD’ নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই সেবা গ্রহণ করা যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই যেকোনো সময় ঘরে বসেই জিডি করা যাবে। প্রয়োজনে ২৪ ঘণ্টা চালু থাকা হেল্পলাইন নম্বরে (০১৩২০০০১৪২৮) যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়।

ডিআইজি রেজাউল হক জানান, রাত ১২টার পর খুলনার ডুমুরিয়া থানা থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিনি বলেন, “সেবাকে মানুষের কাছে সহজলভ্য করে তোলাই আমাদের লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।”

ডিআইজি আরও বলেন, “পূর্বে শুধু হারানো জিনিসপত্র সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত। তবে নতুন এই প্ল্যাটফর্মে এখন সব ধরনের বিষয় নিয়ে সাধারণ ডায়েরি করা যাবে।”

সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×