‘ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না’


‘ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না’

চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘদিনের বিভাজন ভুলে অবশেষে একত্রিত হলেন বিএনপির বিভিন্ন অংশের নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে একই মঞ্চে দাঁড়িয়ে নেতৃবৃন্দ জানিয়ে দিলেন—এখন সাতকানিয়ায় বিএনপি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী।

শুক্রবার (২৫ জুলাই) কাঞ্চনা ইউনিয়নে সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনের বাড়িতে এই মিলনমেলার আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন নিজেই অধ্যাপক মহিউদ্দিন।

সভায় তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি। অতীতের তুলনায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী। মনে রাখবেন সাতকানিয়ায় ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না।”

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন জানান, “দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন থেকে সাতকানিয়া-লোহাগাড়ায় কোনো একক ব্যক্তির স্লোগান হবে না। শুধু বিএনপি, ধানের শীষ ও তারেক রহমানের স্লোগান হবে।”

একই সুরে কথা বলেন দক্ষিণ জেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান। তিনি বলেন, “এখন থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সভা-সমাবেশ করব। আশা করি আমাদের মতো বৃহত্তর সমাবেশ সাতকানিয়ায় কোনো দল করতে পারবে না। শিগগিরই সাতকানিয়ায় একটি সমাবেশ হবে, এ সমাবেশে প্রমাণ করে দেব, সাতকানিয়া ও লোহাগাড়া হচ্ছে বিএনপির ঘাঁটি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, হাজী রফিকুল আলম, সাতকানিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নওয়াব মিয়া, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আব্দুল্লাহ, কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল কবির বাদশা, অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, লোকমান হাকিম মানিক, এস. এম. গিয়াস উদ্দিন, গোলাম রসূল মোস্তাক ও বশির উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন সেলিম উল্লাহ, এহসান মৌলা, অ্যাডভোকেট ওমর চৌধুরী, অ্যাডভোকেট মানিক, সরওয়ার কামাল চেয়ারম্যান, শাহাবুদ্দিন রাশেদ, মো. হাসান, মো. শফি, মো. ইলিয়াস, জুনাইদুল হক মাকসুদ, মো. আরিফ, নাঈমুল আলম খোকন, মহিবুল হক আতিক ও মো. মহিউদ্দিন সাগর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×