মাদক মুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়ার কোন বিকল্প নাই: কামরুজ্জামান সোহাগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:০৫ এম, ২৬ জুলাই ২০২৫
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুরস্থ বাংলা বাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘যুব উন্নয়ন সোসাইটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (২৫ জুলাই) এই জাকজমকপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার চর্চার কোনো বিকল্প নেই।” তিনি জানান, ইতোমধ্যে ফুলছড়ি উপজেলার তিনটি ইউনিয়নে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতে ফুলছড়ির প্রতিটি ইউনিয়নে একটি করে ক্রিকেট ও একটি করে ফুটবল একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই একাডেমিগুলোর খরচ তিনি নিজ উদ্যোগেই বহন করবেন।
তিনি আরও জানান, মাদকমুক্ত ফুলছড়ি গড়তে ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দকে একাডেমি গঠনের কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ও ফারুক হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ফুলছড়ি যুবদলের আহ্বায়ক মক্কা ও সদস্যসচিব কামরুল, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সৌরভ, উদাখালী ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহুল, ফজলুপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলুল হক বিজয়, সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মো. মোসলেম মন্ডল, ফজলুপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম ও স্থানীয় বিএনপি নেতা ওয়াহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।