কক্সবাজার এক্সপ্রেসে বগি বিচ্ছিন্ন, বন্ধ ট্রেন চলাচল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:১৮ পিএম, ২৬ জুলাই ২০২৫
চট্টগ্রামের গোমদণ্ডী স্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঢাকাগামী এই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। শনিবার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত না হলেও কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় রেলপথে ট্রেন চলাচল।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকল হওয়া বগিটি ছিল গার্ড ব্রেক বগি, যেখানে সাধারণত ট্রেন পরিচালক অবস্থান করেন এবং যাত্রীদের খাবারও সংরক্ষিত থাকে। হুক ভেঙে যাওয়ার পর বগিটি ট্রেন থেকে আলাদা হয়ে পড়ে। ফলে প্রায় ৩০ মিনিট গোমদণ্ডী স্টেশনের কাছেই দাঁড়িয়ে থাকে কক্সবাজার এক্সপ্রেস।
গোমদণ্ডী রেলস্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক জানান, কক্সবাজার থেকে দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে যাত্রা করে কক্সবাজার এক্সপ্রেস। গোমদণ্ডী স্টেশন অতিক্রমের পরই শেষ বগির সংযোগ হুক ভেঙে যায়। এরপর বগিটি ট্রেন থেকে আলাদা হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মূল ট্রেনটিকে কিছু সময় সেখানে থামানো হয়। পরে বগিটি রেখে ট্রেনটি চট্টগ্রাম অভিমুখে রওনা দেয়।
রেলওয়ের পয়েন্টসম্যান রফিকুল ইসলাম জানান, বিকাল ৩টা ৪৫ মিনিট নাগাদ মূল ট্রেনটি বিচ্ছিন্ন বগি ফেলে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে চলে যায়।
ঘটনার প্রভাবে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনও নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। বিকাল ৩টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ৪টা পর্যন্ত ট্রেনটি স্টেশনেই অবস্থান করছিল।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, “কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় ওই রেললাইনটি ব্লক হয়ে গেছে। উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”