‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও বানাচ্ছিলেন, অতঃপর...


‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও বানাচ্ছিলেন, অতঃপর...

সারা দেশে রাজনৈতিক উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়ায় মিছিলসদৃশ ভিডিও আপলোড করায় চট্টগ্রামের কর্ণফুলীতে ১২ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায় তাদের। পুলিশ বলছে, ভিডিও বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পেছনে রয়েছে একজন ‘মাস্টারমাইন্ড’, যার পরিচয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকা থেকে ওই ১২ জনকে আটক করে পুলিশ। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরদিন শনিবার আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্র জানায়, রাত ও ভোরে নগরীর বিভিন্ন থানায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব মিছিলের ভিডিও নিজেরাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছিল। পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্ত করে।

আটকদের পরিচয় অনুযায়ী, তারা সবাই কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা। এরা হলেন—ইয়াছিন আরাফাত (১৮), আবদুল করিম (১৮), আবু হাছনাইন (১৮), সাইফুল ইসলাম (১৯), আবদুর রহমান (১৮), আরাফাত হোসেন (১৮), আশরাফুল জামাল (১৮), ফোরকান (১৯), মো. ইকবাল (১৯), আশিকুল ইসলাম (১৮), শরীফুল ইসলাম (১৮) ও আকিফুল ইসলাম আকিব (১৮)।

তবে আটককৃতদের পরিবারের দাবি, তাদের সন্তানরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। আবদুর রহমানের বাবা জাহাঙ্গীর আলম বলেন, “আমার ছেলে রাজনীতি করে না। শুধু ভিডিও বানানোর কারণে তাদের এমন পরিস্থিতির মুখে পড়তে হলো। আমরা রাতভর থানায় থেকেও ছেলেকে ছাড়াতে পারিনি।”

ওসি মুহাম্মদ শরীফ বলেন, “আটকদের একজন পরিচালিত করছিল। তাকে আমরা এখনই প্রকাশ করছি না। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”

প্রসঙ্গত, সরকারবিরোধী গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলে কোণঠাসা পরিস্থিতিতে রয়েছে। কেন্দ্রীয় নেতাদের অনেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এখনও সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×