আ. লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির কোপে আহত হয়ে হাসপাতালে এসআই


আ. লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির কোপে আহত হয়ে হাসপাতালে এসআই

কুষ্টিয়ায় অভিযান চালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের বটির কোপে আহত হয়েছেন পুলিশের এক গোয়েন্দা উপ-পরিদর্শক (এসআই)। পরে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করা হয়।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই ইসরাফিল হোসেন (৪৮) বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-উর-রশিদকে গ্রেফতার করতে গিয়ে তার বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার ছেলে প্রণয় (২৫) পুলিশের ওপর হামলা চালায় এবং এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করে।

ঘটনার বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, "আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো অস্ত্রের দুটি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"

এ বিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন জানান, “হামলার ঘটনায় হারুন-উর-রশিদ ও তার ছেলে প্রণয়কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×