চাঁদাবাজি-দখলদারির অভিযোগে চাঁদপুরে বিএনপির তিন নেতা বহিষ্কৃত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৩০ এম, ৩০ জুলাই ২০২৫
চাঁদাবাজি, ভীতি প্রদর্শন ও দখলদারিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলের প্যাডে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বহিষ্কৃত নেতারা হলেন— হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন হাজী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তিন নেতার একজন, আব্দুল মান্নান লস্কর বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মতলব উত্তর উপজেলার এক গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ চাঁদাবাজির মামলা দায়ের করেন, সেই মামলার ভিত্তিতেই তিনি আটক রয়েছেন।
বিষয়টি নিয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যা সেলিম বলেন,
“বহিষ্কারের খবরটি আমি দলের ফেসবুক পেজে দেখেছি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এবং বিষয়টির সত্যতা যাচাই করা হয়নি।”