আখাউড়া দিয়ে ভারতে গেল ১ হাজার ১৯২ কেজি ইলিশ


আখাউড়া দিয়ে ভারতে গেল ১ হাজার ১৯২ কেজি ইলিশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হলো ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দুটি পিকআপে করে মাছগুলো আগরতলা স্থলবন্দরে পৌঁছায়।

সকালে ৯টায় মাছবোঝাই দুটি পিকআপ আখাউড়া স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারিত হয়েছে ১২.৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। মাছগুলো ভারতে রপ্তানি করেছে যশোরের বেনাপোলের “মাহতাব অ্যান্ড সন্স”, আর আমদানিকারক আগরতলার পরিতোষ বিশ্বাস।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, এবারের শারদীয় দুর্গাপূজার জন্য সরকার এক শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে। মোট ৩৭টি প্রতিষ্ঠান এই রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতিকেজি মাছের দাম নির্ধারিত হয়েছে সাড়ে ১২ ডলার।

স্থলবন্দরের মাছ রপ্তানিকারক মো. নেছার উদ্দিন ভূইয়া বলেন, “২টি পিকআপে ১ হাজার ১৯২ কেজি মাছ পাঠানো হয়েছে। আজ আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে।”

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, “এবার থেকে শারদীয় দুর্গাপূজার আগের দিন পর্যন্ত প্রতিদিনই ইলিশ রপ্তানি হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×