হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপে জড়িত ৯ জন গ্রেপ্তার


হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপে জড়িত ৯ জন গ্রেপ্তার

খুলনার একটি আবাসিক হোটেলে পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন নারী ও পুরুষকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, খাদিজা পারভীন (৩৬), সুলতানা আক্তার (১৯), মাহি আক্তার (১৯), সুমাইয়া খানম (২২), রাবেয়া খাতুন (২১), রানী (৩০), মোসা. হোসনে আরা (২২), মো. মামুন বিশ্বাস (৩০) এবং আমিনুর রহমান (২৭)। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা ওই হোটেলে অভিযান পরিচালনা করি। অভিযানকালে হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করি। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×