বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে


বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে

জনগণের ভোটে ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যেই এক কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বিএনপি। একই সঙ্গে, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার বৃহৎ লক্ষ্যও নির্ধারণ করেছে দলটি।

শনিবার (২০ সেপ্টেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।

তিনি বলেন, ‘আমরা চাই অর্থনীতির গণতন্ত্রায়ণ। এজন্য শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতিসহ সাতটি অগ্রাধিকার খাতে কাজ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির রূপরেখা তৈরি করা হচ্ছে। সরকারি, বেসরকারি ও আত্মকর্মসংস্থান; সব ক্ষেত্রেই কীভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় তার পরিকল্পনা প্রণয়ন চলছে।’

ড. স্বপন আরও জানান, দেশের অর্থনীতি জিডিপি বাড়ার মাধ্যমে শক্তি অর্জন করলেও, তার সুফল সবার মাঝে সমানভাবে পৌঁছাচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি জিডিপি বৃদ্ধির মাধ্যমে কিছুটা শক্তিশালী হলেও এর সুফল সবাই সমানভাবে পাচ্ছেন না। আমরা চাই হিন্দু, মুসলিম, পাহাড়ি কিংবা দরিদ্র সব নাগরিক যেন সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করতে পারেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

আলোচনায় অংশ নেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু, সাবেক সভাপতি মেরুন্নেসা বেগম এবং ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরইউর সাবেক সভাপতি সুশান্ত ঘোষ। উপস্থিত ছিলেন জিয়া উদ্দিন মিজান, মোস্তফা কামাল খান, আবু জাফর খান এবং মির আহসান উদ্দিন পারভেজসহ আরও অনেকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×