চট্টগ্রামে পাহাড় থেকে ৬ সন্ত্রাসী আটক


চট্টগ্রামে পাহাড় থেকে ৬ সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয়জন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। আটক আসামিদের বিরুদ্ধে থানায় অপহরণ, চাঁদাবাজি ও মারধরের মতো একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী সংলগ্ন পাহাড় থেকে অভিযানে তাদের ধাওয়া করা হয়।

আটকরা হলেন—বান্দরবান জেলার চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মারমার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মারমা, মুনিসির ছেলে লকু-ম, অক্ষয় সিংয়ের ছেলে লুসাই মার্মা, ত্রাপুঅয়ের ছেলে চাইসাও এবং সৈলক্ষ মার্মার ছেলে চাচিংপু।

অভিযানের সময় একটি একনলা বন্দুক, ত্রিশ রাউন্ড গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় বলেন, “এলাকাবাসীর দেওয়া তথ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে থানায় সোপর্দ করি।”

চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, “আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×