মিরপুরের কালশীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে


মিরপুরের কালশীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশীতে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের তৎপরতায় শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত ১২ টা ৫ মিনিটে। আমাদের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুনে কারো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।"

এর আগে, রাত ১০টা ১৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় যে মিরপুরের কালশীতে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয়তলায় আগুন লেগেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×