আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৭


আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৭

সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে পিস্তল, গুলি ও মাদকসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশরাফুল এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  

প্রথম অভিযানে আটক হয়েছেন মেহেদী হাসান মিঠুন (২৪), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪) এবং মাসুমা আক্তার রিয়া (২২)। যৌথ বাহিনী জানিয়েছে, গভীর রাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে এলাকায় আতঙ্ক তৈরি হয়, যা অনুসন্ধান করে অভিযান চালানো হয়। অভিযানের সময় জব্দ হয় একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, শটগানের কার্তুজ, পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা এবং তিনটি ওয়াকিটকি।  

পৃথক অভিযানে কান্দাইল এলাকা থেকে নায়ন আলী (২৮), বাবর হোসেন বাবুল (৪৫) ও মো. গোলাম রাব্বি (১৮) আটক হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় অস্ত্র এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।  

আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল বলেন, “যৌথ বাহিনীর অভিযানে নারীসহ সাতজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হবে।”  

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×