মধ্যরাত থেকে শুরু জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা


মধ্যরাত থেকে শুরু জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন রক্ষা করতে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১২টা থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরার ওপর দীর্ঘ ৮ মাসের নিষেধাজ্ঞা। এই সময়ে ১০ ইঞ্চির নিচের ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, সংরক্ষণ বা বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিয়ম ভাঙলে আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

নিষেধাজ্ঞাটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। এই সময় কেউ নিয়ম অমান্য করলে তাকে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

জাটকা সংরক্ষণে প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে। পটুয়াখালী জেলা মৎস্য দপ্তরের তথ্যমতে, জেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌপুলিশের যৌথ অভিযানে সাগর ও নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত নজরদারি চালানো হবে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “জাটকার অবরোধ সফল করতে অভিযান চলবে।” তিনি আরও জানান, অবরোধকালীন ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় জেলার নিবন্ধিত ১৮ হাজার জেলেকে চার মাস ধরে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×