সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক


সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

ঢাকা-বরিশাল মহাসড়কে সকালভোর থেকে বন্ধ থাকা যানবাহন চলাচল সাড়ে তিন ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের প্রচেষ্টায় যানবাহন চলাচল পুনরায় চালু করা হয়।

এর আগে ভোরের দিকে মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ থেকে কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় আটটি স্থানে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে উভয় দিকের মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। রোববার ভোর থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড়, গোপালপুরসহ মোট আটটি স্থানে গাছ ফেলে এবং প্রায় ২০টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়। এছাড়া তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখায়।

এই পরিস্থিতিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম সমস্যায় পড়েন। খবর পেয়ে মাদারীপুর জেলা সদর ও কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছগুলো সরানো শুরু করেন। এই কাজে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, "প্রথমে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করেন। পরিমাণ বেশি হওয়ায় ঘণ্টাখানেক পর খবর পেয়ে আমরা যাই এবং প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা কাজ করে সড়ক পরিষ্কার করি। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।"

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, "ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি থানার অংশে ৭ থেকে ৮টি স্থানে গাছ ফেলা হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে আমি ৪টি ককটেলের চিহ্ন দেখতে পেয়েছি। কিন্তু কোনো অবরোধ বা বিক্ষোভ দেখতে পাইনি। হয়তো এআই দিয়ে ভিডিও তৈরি করে পোস্ট দিছে। গাছগুলো সরানো হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×