সারজিস-হাসনাতের গাড়িতে ট্রাকের ধাক্কা: চালক-সহকারী দুই দিনের রিমান্ড


সারজিস-হাসনাতের গাড়িতে ট্রাকের ধাক্কা: চালক-সহকারী দুই দিনের রিমান্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে ধাক্কার ঘটনায় করা মামলায় গ্রেফতার ট্রাকচালক ও তার সহকারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালত এই আদেশ দেন।

শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ শাহজাহান বলেন, গত ২৭ নভেম্বর চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকচাপার ঘটনা ঘটে। এই অভিযোগে নিরাপদ সড়ক আইনে করা মামলায় ট্রাকচালক মুজিবুর রহমান ও সহকারী রিফাত মিয়াকে রিমান্ড দিয়েছেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ শাহজাহান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, পুলিশের পাঁচ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

দুর্ঘটনায় হাসনাত-সারজিস অক্ষত থাকলেও তাদের গাড়িবহরে থাকা একটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

ঘটনার পরদিন ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×