আজহারুলের রায়ের পর কোর্ট চত্তরে জামায়াত কর্মীদের শোকরানা নামাজ


আজহারুলের রায়ের পর কোর্ট চত্তরে জামায়াত কর্মীদের শোকরানা নামাজ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে শোকরানা নামাজ আদায় করেছেন দলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (২৭ মে) এ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এনেক্স ভবনের সামনে তারা দুই রাকায়াত শোকরানা নামাজ আদায় করেন। নামাজের পর তারা সাংবাদিকেদের কাছে শুকরিয়া জানান।

নেতাকর্মীরা বলেন, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের পর আমাদের অনেক ভাই, মা বোন রোজা রেখেছেন। তারা আল্লাহ শুকরিয়া করছেন। যেকোনো ভালো খবরের পর আল্লাহর শুকরিয়া জানাতে শোকরানা নামাজ আদায় করতে হয়। তারই অংশ হিসেবে আজ আমরা নামাজ আদায় করলাম। 

এদিন সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীর আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে আজহারকে খালাসের রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, ‘সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ছাড়াই তাকে ফাঁসি দেয়া হয়েছিল। বিচারের নামে অবিচার করা হয়েছিল।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×