বিকেএমইএ সভাপতির সাথে চাইনিজ কোম্পানি জ্যাক এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৫৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪
তৈরি নীট পোশাক শিল্প মালিকদের সংগঠন BKMEA সভাপতি মোহাম্মদ হাতেম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বের নাম্বার ওয়ান সুইং মেশিন কোম্পানি Jack Technology Co,.Ltd এর বাংলাদেশী প্রতিনিধিগন।
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজার বিকেএমইএ ভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই সময় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে Jack কোম্পানির নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও অত্যাধুনিক ওভারলক সুইং মেশিন C7 এর Launch ইভেন্ট(ভেন্যু:হোটেল রেডিসন) সম্পর্কে বিকেএমইএ'র সভাপতি কে অবহিত করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন Jack কোম্পানির বাংলাদেশ জোনের পরিচালক মি.ডিউক,পরিচালক মি.এ্যালেক্স, ব্যবস্হাপক মিসেস এ্যাবি,ব্যবস্হাপক মিস.এ্যালি। আরও উপস্থিত ছিলেন Jack Machinery Import & Export এর চেয়ারম্যান ফজলে করিম লিটন ও সিনিয়র ব্যবস্হাপক মো:নূর আলম।