আবারও বাড়ছে নীতি সুদহার


আবারও বাড়ছে নীতি সুদহার
মূল্যস্ফীতি কমানোর কমাতে চলতি সপ্তাহে আবারও পলিসি রেট বা নীতি সুদহার বৃদ্ধি করবে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন।

গভর্নর বলেন, নীতি সুদহার চলতি সপ্তাহে আবারও বাড়ানো হবে। এরপর আগামী মাসে আবার বৃদ্ধি করা হবে। বর্তমানে নীতি সুদহার ৯ শতাংশে রয়েছে।

উল্লেখ্য গত বছরের মার্চ থেকে দেশের মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শের সঙ্গে মিল রেখে নীতি সুদহার বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশে দাঁড়ানোর পর এ বছরের জুলাইয়ে ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৬৬ শতাংশ হয়, যা অন্তত ২০১০-১১ অর্থবছরের পর সর্বোচ্চ।

গত অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ছিল মূল্যস্ফীতি। দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক ২০২২ সালের মে মাস থেকে বেশ কয়েকবার সংকোচনমূলক নীতি অনুসরণ করছে এবং পলিসি রেট বাড়াচ্ছে।

টাকা পাচার সম্পর্কে গভর্নর বলেন, নামে বেনামে বহু টাকা পাচার হয়েছে আগে তাদের খুঁজে বের করা হবে, তারপর ব্যবস্থা। ব্যাংক মার্জ নিয়ে গভর্নর বলেন, আমাদের এত ব্যাংক দরকার নাই। আমরা ব্যাংক মার্জিনের সিদ্ধান্তে যেতে পারি, তবে কতটুকু পারবো জানিনা।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ৫ ব্যাংকের গ্যারান্টার হওয়ার বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকের তারল্য সমতা আনতে কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টার হয়েছে, এতে সবল ব্যাংক দুর্বল ব্যাংককে সাপোর্ট দিবে। এসময় তিনি গ্রাহকদের প্রয়োজন ছাড়া টাকা উত্তোলন না করতে অনুরোধ করেন।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×