বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে সশস্ত্র বাহিনী থাকার সংবাদটি সঠিক নয়


বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে সশস্ত্র বাহিনী থাকার সংবাদটি সঠিক নয়

গণমাধ্যমে প্রকাশিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী সম্পর্কিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (৯ অক্টোবর) পাঠানো এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের প্রতিবাদলিপিতে বলা হয়, গত ৭ ও ৮ অক্টোবর অনলাইন ও অফলাইন বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ‘বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী’ সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়, যা সঠিক নয়।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

এমতাবস্তায়, উক্ত সংবাদটির সংশোধনী প্রকাশ ও প্রচার করার অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×