আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইবনে সিনার মধ্যে চুক্তি স্বাক্ষর


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইবনে সিনার মধ্যে চুক্তি স্বাক্ষর
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি. এবং ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, উত্তরা, এর মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী এবং ইবনে সিনা উত্তরার একাউন্টস এন্ড ফাইন্যান্স জিএম গোলাম মর্তুজা মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পেরোল প্রিভিলেজ সার্ভিস (এপিপিএস) এর বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ মজিবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সুলতান মাহমুদ, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাজী মোস্তাফিজুর রহমান, ইবনে সিনার ব্যবস্থাপক ও নচার্জ শফিকুল ইসলাম খান, মোঃ কামরুজ্জামান মিঞা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×