মূলধনী মুনাফার কর অর্ধেক করল এনবিআর


মূলধনী মুনাফার কর অর্ধেক করল এনবিআর

পুঁজিবাজারে শেয়ার বিক্রির মূলধনী মুনাফার ওপর কর কমিয়ে ১৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। সোমবার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফা হলে সেটির ওপর ১৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে এই করহার ছিল ৩০ শতাংশ। এছাড়া করদাতার নিট সম্পদের পরিমাণ ৪ কোটি টাকার বেশি হলে ১০ শতাংশ, ১০ কোটি টাকার বেশি হলে ২০ শতাংশ । 

আর ২০ কোটি টাকার বেশি হলে ৩০ শতাংশ এবং ৫০ কোটি টাকার বেশি হলে ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হবে। বর্তমানে কোনও বিনিয়োগকারী একটি কোম্পানির শেয়ারে বিনিয়োগের ৫ বছরের মধ্যে বিক্রি করলে তার মুনাফার ওপর কর দিতে হয়। আর ওই শেয়ার ৫ বছর পরে বিক্রি করলে তার মুনাফার ওপর কর দিতে হয় না।

তবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, যেকোনো সময়ে শেয়ার বিক্রির মুনাফার ওপর কর দিতে হবে।

বেশ কিছুদিন ধরে, পুঁজিবাজারে গতি ফেরাতে বিনিয়োগকরী সহ সংশ্লিষ্ট সকল পক্ষ থেকে মূলধনি মুনাফার কর কমানোর দাবি উঠে আসে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×