দ্রব্যমূল্য নিয়ে নিজেও চাপে আছি বললেন খাদ্য উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৫৫ পিএম, ১৪ নভেম্বর ২০২৪
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, উচ্চ মূল্যস্ফীতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে আছি। আজ বৃহস্পতিবার রাজধানীর খাদ্য ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় খাদ্য উপদেষ্টা বলেন, ‘আমি মধ্যবিত্ত, নিজে বাজার করে খায়। আমি নিজেও মূল্যস্ফীতির কারণে চাপে আছি। তবে, নতুন ধান ও সবজির সরবরাহ বাড়লে বাজারে স্বস্তি আসবে।’
এসময় তিনি আরও বলেন, আমন ধান উঠলে ও শীতের সবজি ভালো করে বাজারে আসলে আশা করি বাজার পরিস্থিতির উন্নয়ন হবে।
চালের দাম বৃদ্ধির জন্য কর্পোরেট কোম্পানিগুলো দায়ী কিনা এমন প্রশ্নের জাবাবে উপদেষ্টা জানান, কিছুটা প্রভাব বিস্তার করে বাজারে চালের দামে। চাল আমদানির জন্য ইতিমধ্যে দেড় লাখ টনের এলসি খোলা হয়েছে।
তবে সরকার কারসাজির বিষয়ে সর্তক রয়েছে। চালের দাম বাড়বে না বলেও আশ্বস্ত করেন খাদ্য উপদেষ্টা।
এদিকে এবার আমন ধান চাল সংগ্রহ শুরু হচ্ছে আগামী রোববার থেকে। ধানের দাম ৩ টাকা বাড়িয়ে ৩৩ টাকা ও চালের দাম ৪৭ টাকা নির্ধারণ করা করেছে সরকার।