এনআরবি ব্যাংকের আরো ১৭টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন


এনআরবি ব্যাংকের আরো ১৭টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন

এনআরবি ব্যাংকের আরো ১৭টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এগুলো উদ্বোধন করা হয়।

এগুলো হল ঢাকার দিলকুশা, মিরপুর, নয়াবাজার, আশুলিয়া ও জয়পাড়া শাখা, চট্টগ্রামের রাওজান ও ফটিকছড়ি শাখা, নারায়নগঞ্জের
পঞ্চবটি শাখা, শরিয়তপুরের জাজিরা, গোপালগঞ্জ, খুলনা, যশোর, রাজশাহী, রংপুর, বগুড়া, ফেনী ও গাজীপুরের শফিপুর শাখা।

উইন্ডোর অনলাইনের মাধ্যমে এগুলো উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান। 

এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাকির আমিন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচলাক মো. শাহীন হাওলাদার, মো. আলী আকবর ফরাজী ও আনোয়ার উদ্দিন, উল্লিখিত শাখার ব্যবস্থাপক ও করপোরেট হেড অফিসের বিভাগীয়প্রধান উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×