সিএসইর পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন


সিএসইর পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ।

সিএসইর পরিচালক মো. সাইফুল ইসলাম, মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, ফরিদা ইয়াসমিন, এমদাদুল ইসলাম, মোহাম্মাদ আখতার পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা সভায় উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেন ।

সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দুইজন প্রার্থীর মধ্যে একজন নাম প্রত্যাহার করে নেয়ায় শাহজাদা মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। শাহজাদা আলফা সিকিউরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×