বাণিজ্য সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন আবদুর রহিম


বাণিজ্য সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন আবদুর রহিম
আবদুর রহিম

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে। নতুন সচিব পদায়ন না হওয়া পর্যন্ত নিজ দায়িত্বের পাশাপাশি সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন তিনি। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা এ সংক্রান্ত আদেশ জারি করেছে। 

আদেশে বলা হয়, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনের অবসরজনিত কারণে নতুন সচিব পদায়ন না হওয়া পর্যন্ত এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে তার নিজ দায়িত্বের পাশাপাশি নির্দেশক্রমে সচিবের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে।’

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সরকারি চাকরি থেকে অবসরে গিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। 

তাকে দেয়া অবসরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনকে সরকারি চাকরি আইন, ২০১৮’- এর (২০১৮ সনের ৫৭ নম্বর আইন) ধারা ৪৩ (১) অনুযায়ী ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হল। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধা পাবেন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×