নভেম্বরের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৫২ কোটি ডলার রেমিট্যান্স
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:২৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৫
নভেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ২০ লাখ মার্কিন ডলার (১.৫২ বিলিয়ন ডলার), যা দেশীয় মুদ্রায় প্রায় ১৮ হাজার ৫৭৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকায়) হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে দৃঢ়তা দিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের কার্যক্রম, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতি প্রবাসীদের এই ধারা বজায় রাখতে সহায়তা করছে। চলতি মাসের বাকি সময়েও একই হারে রেমিট্যান্স এলে নভেম্বর শেষে এটি তিন বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে।
প্রতি অক্টোবর মাসের রেমিট্যান্স ছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ৮৪ লাখ ডলার বেশি। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩৯ কোটি ৫০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয় হয়েছে—জুলাই ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্ট ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বর ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১০১ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার (১০.১৫ বিলিয়ন ডলার), যা দেশীয় মুদ্রায় এক লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকার সমপরিমাণ।
রেমিট্যান্সের এই প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রথম চার মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৮৯৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।