অস্ট্রেলিয়ায় ‘বরবাদে’র টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন শাকিবিয়ানরা


অস্ট্রেলিয়ায় ‘বরবাদে’র টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন শাকিবিয়ানরা

ঈদুল ফিরতের মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’ দেশের পর বিদেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। ছবি মুক্তির চার সপ্তাহ পেরিয়ে গেলেও দেশের বেশিরভাগ হল ‘বরবাদে’র দখলে। এরইমধ্যে গত ১৮ এপ্রিল আমেরিকার পনেরোটি থিয়েটারে মুক্তি পায়। এরপর মার্কিন মুলুক ছাড়িয়ে মুক্তি পেয়েছে কানাডা ও ইতালিতে। 

সর্বশেষ অস্ট্রেলিয়াতে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। সেখানেও হাউজফুল। এমনকী সিনেমাহলে গিয়ে টিকিটও পাচ্ছেন না দর্শকরা। অস্ট্রেলিয়াতে মুক্তির পর সেখানেও তান্ডবের সূচনা করেছে শাকিবের ছবিটি। 

গতকাল শনিবার (২৬ এপ্রিল) ‘বরবাদ’ মুক্তির প্রথমদিনে সিডনির ব্যাংকস টাউনে দুটি শো রাখা হয়েছিল। প্রথম দিনের দুটি শো পুরোপুরি হাউজফুল গেছে। এমনকী টিকিটি না পেয়ে ফিরেও গেছে দর্শকেরা। 

অস্ট্রেলিয়ায় ছবিটি মুক্তি দিয়েছে ঈগল এন্টারটেইনমেন্ট। ঈগল এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই ছবি দেখতে পাচ্ছেন। অনেকে অন্য সিনেমা দেখতে এসে পরে ‘বরবাদ’ দেখতে চাইছেন, কিন্তু টিকিট নেই। তারা আজকের টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন, আগেই সোল্ডআউট। শুরুটা দারুণভাবে হচ্ছে। সামনের দিনগুলো অনেক ভালো যাবে।

অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ডেও চলছে ছবিটি। এদিকে শাকিব খানের প্রযোজনা সংস্থা ‘এস কে ফিল্মস’ সামাজিক মাধ্যমে জানিয়েছে আগামী মাসে ‘বরবাদ’ মুক্তি পাবে যুক্তরাজ্য, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে। 

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন,টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু আরও অনেকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×