২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৪০৯


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৪০৯

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই ভাইরাসজনিত রোগে আরও তিনজন প্রাণ হারিয়েছেন, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৯ জন নতুন রোগী।

রোববার (২৭ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৮৬ জন ঢাকার বাসিন্দা। বাকি রোগীরা রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৫২৯ জন। এর মধ্যে ১৮ হাজার ২২৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যুবরণ করেছেন ৭৬ জন।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড গড়ে। সে বছর মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×