ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা


ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা

উপজেলা পর্যায়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি প্রতারক চক্র, এমন অভিযোগে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫’ নাম ব্যবহার করে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠানটি মহাখালী, ঢাকা ঠিকানা ব্যবহার করে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিট অফিসার ও স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) নাম ও স্বাক্ষর জাল করে দরখাস্ত আহ্বান করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নয় এবং কোনো প্রকার অনুমোদনপ্রাপ্তও নয়। প্রতারণার উদ্দেশ্যে একটি অসাধু চক্র এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তি ছড়াচ্ছে।

সাধারণ মানুষকে এসব প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে, জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×