মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা যাত্রীর, জরুরি অবতরণে রক্ষা


মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা যাত্রীর, জরুরি অবতরণে রক্ষা

যান্ত্রিক ত্রুটি কিংবা বৈরি আবহাওয়ার কারণে উড়োজাহাজের জরুরি অবতরণের ঘটনা নিয়মিতই ঘটে । তবে এবার  উড়োজাহাজের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে যাত্রীর অদ্ভুতরে আচরণের কারণে । টোকিও থেকে হিউস্টনে উড়ে যাওয়ার সময় একটি উড়োজাহাজের বের হওয়ার  দরজা খোলার চেষ্টা করেছেন এক যাত্রী । এতে উড়োজাহাজটি হিউস্টনে না গিয়ে সিয়াটলে জরুরি অবতরণ করে ।

এফবিআই ও সিয়াটল বিমানবন্দরের মুখপাত্রের বরাত দিয়ে আজ এই তথ্য জানায় সিএনএন ।   

১১৪ জন যাত্রী নিয়ে ‘অল নিপ্পন এয়ারওয়েজের’ বোয়িং ৭৮৭-৯ ড্রীমলাইনার উড়োজাহাজটি , জাপানের হানেদা বিমানবন্দর থেকে হিউস্টনের উদ্দেশ্যে উড্ডয়ন করে ,তবে মাঝ আকাশে ঐ ব্যক্তির অস্বাভাবিক আচরণে বাঁধে বিপত্তি । পরে স্থানীয় সময় ভোর ৪ টার দিকে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয় উড়োজাহাজটি । 

এফবিআই বিবৃতি দিয়ে জানায়, ক্রু ও যাত্রীদের সহায়তায় ঐ ব্যক্তিকে আটকানো হয় এবং অবতরণের পর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয় । ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র সিএনএন কে জানান,যাত্রীর বাঁধার কারণে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে সিয়াটলে অবতরণ করে । সিয়াটল বন্দর পুলিশের বরাত দিয়ে সিএনএন আরো জানায়  উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করায় হতাহতের ঘটনা ঘটেনি । 

মাঝ আকাশে ঐ ঘটনার পর সিয়াটলে নিরাপদে জরুরি অবতরণের করলেও ঘটে আরেক বিপত্তি । জরুরি অবতরণের কারণে বিরক্ত হয়ে বাথরুমের দরজায় ঘুষি মেরে  বিশৃঙ্খলা শুরু করেন আরেক যাত্রী ,একারণে উড়োজাহাজটি হিউস্টনের উদ্দেশ্যে আবার যাত্রা করার আগে সেই ব্যক্তিকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয় ।

এসব ঘটনা প্রবাহের পর উড়োজাহাজটি আবার হিউস্টনের উদ্দেশ্যে উড্ডয়ন করে স্থানীয় সময় দুপুর ১ টার কিছু সময় আগে নিরাপদে অবতরণ করে ।   

তবে উড়োজাহাজে যাত্রীদের বিশৃঙ্খলার ঘটনা এই নতুন নয় । এর আগেও এমনই একটি ঘটনা ঘটে, যখন ইন্দোনেশিয়ার বালি থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নগামী একটি ফ্লাইটে এক যাত্রী উড়োজাহাজ মাঝ আকাশে থাকার সময় দরজা খোলার চেষ্টা করলে, ফ্লাইটটি ফিরে যেতে বাধ্য হয় ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×