গাজা হামলা বন্ধে চাপ বাড়াতে আরব ও ইউরোপীয় দেশের সমন্বয়ে স্পেনের বৈঠক


গাজা হামলা বন্ধে চাপ বাড়াতে আরব ও ইউরোপীয় দেশের সমন্বয়ে স্পেনের বৈঠক

গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে ইউরোপীয় ও আরব দেশগুলিকে নিয়ে এক বৈঠকের আয়োজন করেছে স্পেন। মাদ্রিদে আয়োজিত এই বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে, তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। 

রবিবার (২৫ মে) মাদ্রিদে ইউরোপ ও আরব দেশগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পঞ্চম বৈঠক। এতে প্রায় ২০টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়। আলোচনায় স্পেন বলে, এই মুহূর্তে গাজার মানবিক অবস্থা ভয়াবহ, এবং যুদ্ধের আর কোনো যৌক্তিকতা নেই।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেন, আগামী ১৭ জুন নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে একটি সম্মেলন আয়োজিত হবে। সেই সম্মেলনটি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে উপস্থিত মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তিও বলেন, যুদ্ধ থামাতে ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। তিনি বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাব, যতটা সম্ভব চাপ প্রয়োগ করব যুদ্ধবিরতির জন্য।

এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের সঙ্গে তাদের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। স্পেন বলছে, এখন সময় এসেছে নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর পদক্ষেপ বিবেচনার। এই বৈঠক ভবিষ্যতের রাজনৈতিক আলোচনা এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথ প্রশস্ত করতে পারে বলে ধারণা করো হচ্ছে। বৈঠকের সদস্যরা এমন সম্ভাবনা খুঁজছেন, যার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিন আলোচনায় বসতে বাধ্য হয়।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ৫৪ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। মানবিক বিপর্যয় প্রতিদিন আরও গভীর হচ্ছে। 

সূত্র: আল জাজিরা

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×