ভারতে চতুর্থ শ্রেণিতে মেরেছিল সহপাঠী, ৫০ বছর পর বদলা নিয়ে গ্রেপ্তার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:০৩ পিএম, ১০ জুন ২০২৫
চতুর্থ শ্রেণিতে পড়ার সময় সহপাঠীর হাতে মার খেয়েছিলেন এক স্কুলছাত্র। সেই ঘটনার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে। এর মাঝে কেটেছে সময়, বদলেছে জীবন। কিন্তু শৈশবের সেই অপমান ভুলতে পারেননি তিনি। অবশেষে সুযোগ পেয়ে ঠিকই নিলেন প্রতিশোধ, তাও ‘রিইউনিয়ন’-এর অনুষ্ঠানে! আর সেই প্রতিশোধ গড়াল থানায়, শেষমেশ হলো গ্রেপ্তার। খবর আনন্দ বাজার
ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়। কাসারগড় জেলার এক স্কুলে গত ২ জুন আয়োজিত হয় পুরনো ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বালকৃষ্ণণ, ভিজে বাবু ও ম্যাথু বালিয়াপ্পালাক্কল, তিনজনেই প্রাথমিক স্কুলে সহপাঠী ছিলেন। প্রত্যেকে প্রায় ৫০ বছর আগে একসঙ্গে চতুর্থ শ্রেণিতে পড়েছেন।
অনুষ্ঠানে বাবুকে দেখেই হঠাৎ ক্ষেপে যান বালকৃষ্ণণ। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুরনো রাগে বাবুর ওপর চড়াও হন তিনি। অভিযোগ, পাথর দিয়ে বাবুর মুখে ও ঘাড়ে আঘাত করেন বালকৃষ্ণণ। সঙ্গে ছিলেন ম্যাথুও। মারধরের শিকার বাবুকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানিয়েছে, শৈশবে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবু বালকৃষ্ণণকে মারধর করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই এত বছর পর রাগ জমিয়ে রেখেছিলেন বালকৃষ্ণণ। রিইউনিয়নে দেখা হতেই তারই প্রতিশোধ নেন তিনি।
ঘটনার পর বালকৃষ্ণণ ও ম্যাথুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিইউনিয়নের মতো আনন্দঘন অনুষ্ঠান মুহূর্তেই রূপ নেয় অপ্রত্যাশিত উত্তেজনায়। স্থানীয়ভাবে বিষয়টি বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।