বিশ্বজুড়ে নজিরবিহীন ভাবে কমছে প্রজনন হার: জাতিসংঘ


বিশ্বজুড়ে নজিরবিহীন ভাবে কমছে প্রজনন হার: জাতিসংঘ

পাঁচ বছর আগে প্রথম সন্তানের জন্মের পর দ্বিতীয় সন্তানের কথা ভাবেননি এমন নন মুম্বাইয়ের ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মী নম্রতা নাঙ্গিয়া এবং তার স্বামী। কিন্তু চিন্তার জায়গাটা ছিল স্পষ্ট—“আরেকটা বাচ্চার খরচ চালাতে পারব তো?”

স্বামী টায়ার কোম্পানিতে চাকরি করেন, কিন্তু এক শিশুর পিছনে খরচই এত বেশি—স্কুল ফি, বাস ভাড়া, সাঁতার শেখা, এমনকি ডাক্তারের কাছে যাওয়াটাও মহার্ঘ।

“আমাদের সময় তো এসব ছিল না,” বললেন নম্রতা। “শুধু স্কুলেই যেতাম, কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি ছিল না। এখন তো সাঁতার শেখাতেই হয়, আঁকা শেখাতেই হয়, সব কিছুতেই বাচ্চাকে দক্ষ করতে হয়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×