ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান: আইডিএফ


ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান: আইডিএফ

তেহরানে হামলার ঘটনায় ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেছেন, ইরান প্রায় ১০০টি ড্রোন ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আইডিএফ মুখপাত্র জানান, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ড্রোনগুলো আটকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোররাত চারটার পর ইরানের রাজধানী তেহরানে আকাশপথে একাধিক হামলা চালায় ইসরায়েল। ইরানে চালানো হামলায় ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু ছিল রাজধানী তেহরান ও এর আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনা।

ইরানে হামলার পরপরই নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সরকার। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, ‘খুব শিগগিরিই ইসরায়েলের ওপর পাল্টা হামলা’ চালাতে পারে ইরান। 

এর আগে ইরানে ইসরায়েলি হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, এই হামলা ইসরায়েলের ‘বর্বর স্বভাবের প্রমাণ’। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে, যার ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×