ইসরায়েলের হামলায় ইরানের ২০ জন সিনিয়র কমান্ডার নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:১১ পিএম, ১৩ জুন ২০২৫
ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধানসহ অন্তত ২০ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। দুটি আঞ্চলিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন- ইরানের আমর্ড ফোর্সের চিফ অব স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস করর্পের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও রয়েছেন- মোহাম্মদ মেহেদী তেহেরানচি, তিনি পরমাণু বিজ্ঞানী এবং ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান এবং পরমাণু বিজ্ঞানী ফেরেদউন আব্বাসি।
শুক্রবার (১৩ জুন) ভোর রাতে ইরানের রাজধানী তেহেরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী। বাদ যায়নি আবাসিক ভবনও।
প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকদের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় নারী ও শিশুদের মরদেহ পড়ে থাকতে দেখেছে।