৪ দিনের সফরে আগামী সপ্তাহে চীনে যাচ্ছেন পুতিন


৪ দিনের সফরে আগামী সপ্তাহে চীনে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে চার দিনের সফরে চীনে যাচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য হলো সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশগ্রহণ করা। রাশিয়ার গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

ক্রেমলিনপন্থি বিশ্লেষক পাভেল জারুবিন বলেন, পুতিনের সফরের সময় রাশিয়া ও চীনের প্রতিনিধিদের মধ্যে বৃহৎ-পরিসরে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে আলোচনার নির্দিষ্ট বিষয় প্রকাশ করা হয়নি। রাশিয়ার সংবাদমাধ্যম জানায়, “ভ্লাদিমির পুতিন চীনে চারদিনের সফরে যাবেন। রাশিয়ান এবং চীনা প্রতিনিধিদের মধ্যে বড়-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে।”

উল্লেখ্য, চীনের তিয়ানজিনে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এই এসসিও সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের সংবাদ সংস্থা ‘আরবিসি-ইউক্রেইন’ জানায়, সম্মেলনে ২০টিরও বেশি দেশ থেকে সরকারি প্রতিনিধিদল এবং ১০টি আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে।

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন জানিয়েছেন, এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক করবেন বেইজিং ও তিয়ানজিন সংযুক্ত হাই নদীর তীরবর্তী এলাকাতে।

গত জুলাইয়ে দ্য টাইমসের খবরে বলা হয়েছিল, শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে চান। এছাড়া, সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিবস উদযাপন উপলক্ষে ট্রাম্পকে চীনে একটি প্যারেডে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ছিল। পুতিন ইতিমধ্যেই সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

তবে ক্রেমলিন পরে বিষয়টি অস্বীকার করেছে। পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কো এই ত্রিপক্ষীয় বৈঠকের কোনো প্রস্তুতির বিষয় জানে না।

শেষবার পুতিন ও শি জিনপিং বৈঠক করেছিলেন মে মাসে, যখন চীনের প্রেসিডেন্ট ৯ মে রাশিয়ার বিজয় দিবস উদযাপনে মস্কো সফর করেছিলেন। সেই সফর কয়েকদিন স্থায়ী হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×