পশ্চিম তীরের এক শহর থেকে সেনা প্রত্যাহার করল ইসরায়েল


পশ্চিম তীরের এক শহর থেকে সেনা প্রত্যাহার করল ইসরায়েল

পশ্চিম তীরের নাবালুস শহর থেকে ইসরায়েলি সেনারা প্রত্যাহার করে নিয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সেনা প্রত্যাহার করা হয়।

ওয়াফা’র তথ্যমতে, গত শনিবার নাবালুসে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দা এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে দাঙ্গা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার শহরটিতে সেনা মোতায়েন করে ইসরায়েল। টানা প্রায় ১৪ ঘণ্টা সেখানে অবস্থান করে ইসরায়েলি সেনারা।

এই সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ৩৮ জন ফিলিস্তিনি আহত হন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি-এর ফিলিস্তিন শাখা। আহতদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সংঘর্ষ সবচেয়ে তীব্র হয় নাবালুসের পুরাতন শহরের এলাকা সেবাস্তিয়ায়। সেখানে ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে, সেনারা পাল্টা গুলি, রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ব্যবহার করে।

সেবাস্তিয়ায় সেনারা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে এবং অনেক বাসিন্দাকে মারধর করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার, পশ্চিম তীরের রামাল্লা থেকেও সেনা প্রত্যাহার করে ইসরায়েল। তবে ওই প্রত্যাহারের আগেও ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। এতে ৫৮ জন ফিলিস্তিনি আহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনি নাগরিকদের এবং ইসরায়েলি সেনাদের সঙ্গে নিয়মিত সংঘর্ষ বেড়েছে। ফাতাহ সরকারের দেওয়া তথ্যমতে, ওই সময় থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে এসব সংঘাতে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ৭ হাজার জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×