ইসরায়েলে ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা


ইসরায়েলে ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী, দেশটির স্থানীয় গণমাধ্যম বুধবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানায়। আল-মায়াদিন সংবাদমাধ্যম ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার বিকেলে ইয়েমেনি ভূখণ্ড থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের দিকে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দুটি সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছিল। ওই হামলায় অধিকৃত জাফায় একটি সংবেদনশীল স্থাপনা ও দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনের উম্ম আল-রাশরাশ (আইলাত) এলাকার রামন বিমানবন্দরে আঘাত হানা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×