মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন নেপালের চিকিৎসক, রোগীদের কথা চিন্তা করে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:০৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ডা. সন্দুক রুইত চিকিৎসাসেবার প্রতি নিজের দায়বদ্ধতা আবারও প্রমাণ করলেন। রোগীদের পাশে থাকার অঙ্গীকার রেখে তিনি ফিরিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিত্বের প্রস্তাব।
গত মঙ্গলবার সকালে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তিলগঙ্গা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সফর করেন। সেখানে তিনি ডা. রুইতের সঙ্গে একটি ঘনিষ্ঠ বৈঠক করেন। এই সাক্ষাৎ ঘিরে দেশজুড়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা, বিশেষত সম্ভাব্য মন্ত্রিত্ব নিয়ে।
নেপালি সংবাদমাধ্যম 'সেতোপতি' জানায়, ইনস্টিটিউটের বাইরে উপস্থিত সাংবাদিকরা প্রধানমন্ত্রী কার্কির কাছে জানতে চান, তিনি ডা. রুইতের সঙ্গে কী বিষয়ে আলোচনা করেছেন। তবে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার পর থেকেই মন্ত্রিসভায় পেশাগত বিশেষজ্ঞদের যুক্ত করছেন। ফলে ডা. রুইতের সঙ্গে সাক্ষাৎকে অনেকেই মনে করছেন, এটি ছিল মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়ার একটি পদক্ষেপ।
পরবর্তীতে সাংবাদিকরা সরাসরি ডা. রুইতের কাছে জানতে চান, তিনি কি মন্ত্রী হচ্ছেন? স্পষ্টভাবে তিনি বলেন, “আমি এখানে এত কাজ ফেলে কীভাবে যেতে পারি? আমি আমার রোগীদের ছেড়ে যাব না।”
সেতোপতির প্রতিবেদনে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী কার্কি তার চার সদস্যের অন্তর্বর্তী মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছেন। পরিকল্পনা অনুযায়ী ১১ সদস্যের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের কাজ চলছে। সেই প্রসঙ্গেই ডা. রুইতের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ডা. রুইতের বক্তব্য স্পষ্ট করেছে একটাই বার্তা: রাজনীতির মঞ্চে নয়, তিনি থাকতে চান রোগীদের পাশে, চিকিৎসার মাঠেই।