দুটি পানিপুরি কম দেওয়ায় নারীর সড়ক অবরোধ


দুটি পানিপুরি কম দেওয়ায় নারীর সড়ক অবরোধ

ভারতের গুজরাটে ঘটেছে এক অভিনব ঘটনা। মাত্র দুটি পানিপুরি কম দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো সড়ক অবরোধে বসেন এক নারী। এ ঘটনার জেরে এলাকায় তৈরি হয় যানজট, পাশাপাশি পথচারীদের কৌতূহলও তুঙ্গে ওঠে।

সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ভাদোদারায় এক পানিপুরি বিক্রেতার কাছ থেকে ২০ টাকায় ৬টি পুরি পাওয়ার কথা থাকলেও ওই নারী পান মাত্র ৪টি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সরাসরি রাস্তার মাঝখানে বসে দাবি জানান—“২০ টাকায় ৬টা পুরি চাই, এর কম হলে হবে না।”

ঘটনার শুরুতে পথচারীরা হতবাক হয়ে যান। পরে অনেকে মোবাইলে ভিডিও করতে শুরু করলে বিষয়টি আরও ছড়িয়ে পড়ে। নারীটি রাস্তায় বসে থাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয়, চালকেরা তাকে এড়িয়ে যেতে বাধ্য হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তখনই দৃশ্য আরও নাটকীয় হয়ে ওঠে—ওই নারী কান্নায় ভেঙে পড়েন এবং অনড়ভাবে নিজের দাবি পুনর্ব্যক্ত করেন। ঘণ্টার পর ঘণ্টা স্থায়ী এই অস্বাভাবিক ‘গোলগাপ্পা আন্দোলন’ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপেই শেষ হয়।

তাকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হলেও শেষমেশ তিনি তার কাঙ্ক্ষিত ৬টি পুরি পেয়েছিলেন কিনা—সে তথ্য আর নিশ্চিত হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×