ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময়ের তুলনায় ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণ বেড়েছে: ইরানি জেনারেল
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৪৫ এম, ০৩ অক্টোবর ২০২৫
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং থারাল্লাহ ঘাঁটির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত জানিয়েছেন, ‘ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল নেজাত বলেন, ‘ট্রু প্রমিজ–টু’ অভিযানের পর আইআরজিসির এরোস্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণ প্রস্তুতি এবং দুর্বলতা দূরীকরণে মনোযোগ দেয়। তিনি আরও জানান যে সাম্প্রতিক হামলার পূর্ববর্তী পর্যায়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এবং অপারেশনাল পরিকল্পনা সনাক্ত করে তা ভেদ করার কৌশল তৈরি করা হয়।
জেনারেল নেজাত বলেন এই প্রস্তুতি ও পরিকল্পনার ফলেই ইরানি বাহিনীর কার্যকারিতা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তা ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোতে কার্যকর হামলা পরিচালনায় ভূমিকা রেখেছে।
তিনি জানান, গত জুনে ১২ দিনের প্রতিরক্ষা যুদ্ধকালে যে দুর্বলতা ও ঘাটতি লক্ষ্য করা হয়েছিল, সেগুলোকে বিশদভাবে পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে। এই কাঠামোগত শক্তিবৃদ্ধি নিশ্চিত করেছে যে ভবিষ্যতে শত্রু কোনো ভুল করলে তার জবাব আরও কঠোর ও শক্তিশালী হবে।
জেনারেল নেজাত যুদ্ধ পরিকল্পনা, নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ জোর দিয়ে জানান যে সক্ষমতা বৃদ্ধির এ প্রক্রিয়া কেবল অস্ত্র ও প্রযুক্তির উন্নতিতে সীমাবদ্ধ নয়।
সাক্ষাৎকারের সমাপ্তিতে তিনি সতর্ক করে বলেন, ‘আজ যদি ইসরায়েল আবারও সেই ভুল করে, তবে আমাদের আক্রমণ ক্ষমতা হবে ১২ দিনের যুদ্ধের শুরুতে যা ছিল তার ১০ গুণ।’
সূত্র: মেহের