ফ্লোটিলার একমাত্র টিকে থাকা জাহাজ 'দ্য ম্যারিনেট' গাজা হতে ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:২১ পিএম, ০৩ অক্টোবর ২০২৫
গাজা অভিমুখে পাঠানো আন্তর্জাতিক মানবিক সহায়তা বহরের একমাত্র অক্ষত জাহাজ ‘দ্য ম্যারিনেট’ এখনো ইসরায়েলি বাহিনীর হেফাজতে যায়নি। গন্তব্যের দিকে এগিয়ে চলা এই জাহাজটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই অভিযানে অংশ নেওয়া বাকি ৪২টি জাহাজ এরই মধ্যে ইসরায়েলি নৌবাহিনী থামিয়ে দিয়েছে এবং যাত্রীদের আটক করা হয়েছে। তবে পোল্যান্ডের পতাকাবাহী ‘দ্য ম্যারিনেট’ এখনো ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় রয়েছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৪টার দিকে জাহাজটি ঘণ্টায় প্রায় ৩.৭৮ নট বা ৭ কিলোমিটার গতিতে এগোচ্ছিল।
এই জাহাজে ছয়জন আরোহী রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন তুরস্কের মানবাধিকারকর্মী সিনান আকিলতু। জাহাজ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, "আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।"
অভিযানটির আয়োজকেরা বলছেন, ‘দ্য ম্যারিনেট’ এখন প্রতীক হয়ে উঠেছে ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে অবস্থানের। তারা জানান, ইসরায়েলের হস্তক্ষেপ সত্ত্বেও এই জাহাজ গন্তব্যের দিকে অটলভাবে এগিয়ে চলছে।
ফ্লোটিলা আয়োজকদের মতে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের নৌবহরের বাকি জাহাজগুলো আটকে দিয়েছে। ‘দ্য ম্যারিনেট’-কে আটকাতে এখনো কোনো পদক্ষেপ না নেওয়া হলেও, ইসরায়েল আগেই জানিয়েছে যে তারা যেকোনো অবরোধ ভাঙার চেষ্টা প্রতিহত করবে।
এর মধ্যে জাহাজটির ক্যাপ্টেন বৃহস্পতিবার একটি ভিডিওতে ইঞ্জিনে ত্রুটির কথা জানান। তবে কিছু সময়ের মধ্যে তা ঠিক করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
ফ্লোটিলা আয়োজকেরা আরও জানিয়েছেন, বর্তমানে ‘দ্য ম্যারিনেট’ স্টারলিংক স্যাটেলাইট সংযোগের মাধ্যমে বিশ্বজুড়ে যুক্ত রয়েছে। তবে জাহাজটির মালিকানার বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।
সূত্র: আল জাজিরা