ইসরায়েলে আটক ‘গ্লোবাল সুমুদ’ অভিযাত্রীদের অনশন কর্মসূচি শুরু


ইসরায়েলে আটক ‘গ্লোবাল সুমুদ’ অভিযাত্রীদের অনশন কর্মসূচি শুরু

ইসরায়েলের বন্দরে আটক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা।”

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল ৪৩টি নৌযান। এ মিশনের লক্ষ্য ছিল ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া। অভিযানে অংশ নেন ৪৪ দেশের প্রায় ৫০০ জন নাগরিক, যাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলা। অংশগ্রহণকারীদের মধ্যে আইনপ্রণেতা, আইনজীবী, রাজনৈতিক কর্মী এবং স্বেচ্ছাসেবীও ছিলেন।

কিন্তু গাজার সমুদ্রসীমার কাছে পৌঁছানোর পর একটিকে বাদ দিয়ে বাকি সব নৌযান আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী। এরপর ক্রু ও আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে।

বুধবার রাতে প্রথম দফায় ১৩টি নৌযান আটক করে ইসরায়েলি বাহিনী। যদিও তখনও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে অগ্রসর হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে আরও ২৯টি নৌযান আটক করা হয়। সর্বশেষ নৌযানটি আটক হয় শুক্রবার সকালে।

এফএফসির দাবি, বুধবার থেকেই অভিযাত্রীরা অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×