জেন-জি আন্দোলনে ২২ প্রাণহানি, পদত্যাগ করবেন না মাদাগাস্কারের প্রেসিডেন্ট


জেন-জি আন্দোলনে ২২ প্রাণহানি, পদত্যাগ করবেন না মাদাগাস্কারের প্রেসিডেন্ট

ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশজুড়ে চলা জেন-জি আন্দোলনের পদত্যাগের দাবিকে উপেক্ষা করেছেন। শুক্রবার তিনি জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না এবং বিরোধীরা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার রাজধানী আনতানানারিভোর রাস্তায় পুনরায় বিক্ষোভে নামে আন্দোলনকারীরা। কয়েক দিন টানা বিক্ষোভের পর তারা কৌশলগত বিরতি দিয়েছিল। জেন-জি নামে পরিচিত এই আন্দোলন প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে। তারা অভিযোগ করছে, রাজোয়েলিনা জনগণকে পানি ও বিদ্যুতের মতো মৌলিক সেবা দিতে ব্যর্থ হয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনের কারণে অন্তত ২২ জন নিহত হয়েছে। শুক্রবার রাজধানীতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে। এ দৃশ্য সম্প্রচার করেছে ‘রিয়েল টিভি মাদাগাসিকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভাষণে রাজোয়েলিনা বলেন, জাতি ধ্বংস হলে কারও উপকার হবে না। আমি এখানে আছি, আমি শোনার জন্য প্রস্তুত, সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত এবং মাদাগাস্কারের সমস্যার সমাধান করতে চাই।

তিনি আরও দাবি করেন, কিছু রাজনীতিক এই আন্দোলনের সুযোগ নিতে চাচ্ছেন এবং গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার সময় অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। রাজোয়েলিনা বলেন, কিছু মানুষ আমাদের দেশ ধ্বংস করতে চায়, তবে কারও নাম উল্লেখ করেননি।

জেন-জি আন্দোলন প্রেসিডেন্টের বক্তব্যকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে। তারা ঘোষণা দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে দাবিতে ইতিবাচক সাড়া না পেলে আরও পদক্ষেপ নেওয়া হবে। শুধু রাজধানীতেই নয়, উত্তরাঞ্চলীয় মাহাজাঙ্গা এবং দক্ষিণাঞ্চলের তোইলারা ও ফিয়ানারান্টসোয়াতেও বিক্ষোভ হয়েছে।

অধিক প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও মাদাগাস্কার এখনো বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশটির ৩ কোটি ২০ লাখ মানুষের মধ্যে ৭৫ শতাংশ দারিদ্র্যসীমার নিচে ছিল। পরিস্থিতি স্থিতিশীল করতে রাজোয়েলিনা গত সোমবার সরকার ভেঙে দেন এবং আলোচনার আহ্বান জানান। সপ্তাহের শেষে এক্সে তিনি জানিয়েছেন, তিনি টানা তিন দিন বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাসাতা রাফারাভাভিতাফিকা জানিয়েছেন, মাদাগাস্কার বড় ধরনের সাইবার হামলা ও টার্গেটেড ডিজিটাল প্রোপাগান্ডা’র মুখে পড়েছে। তিনি দাবি করেন, আমাদের বিশেষায়িত ইউনিটের বিশ্লেষণে দেখা গেছে, বিদেশ থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই অভিযান চালানো হচ্ছে।

রাজধানীর সাবেক মেয়র রাজোয়েলিনা প্রথম ক্ষমতায় আসেন ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে। সে সময়ের আন্দোলনে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা। আন্তর্জাতিক চাপের কারণে ২০১৩ সালের নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান। পরে ২০১৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফেরেন এবং ২০২৩ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×