ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় বোমা হামলা চালাল


ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় বোমা হামলা চালাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল গাজা উপত্যকায় কয়েক ডজন বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ চালিয়েছে। এই হামলা ঘটে এমন সময় যখন হামাস আংশিকভাবে এক শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ভোর থেকে উপত্যকাজুড়ে এসব হামলায় কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ সংস্থা এএফপিকে বলেন, "ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান থাকা সত্ত্বেও এটি অত্যন্ত সহিংস রাত ছিল। গাজা সিটি এবং উপত্যকার অন্যান্য এলাকায় ইসরায়েলি সেনারা কয়েক ডজন বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ চালিয়েছে।"

বাসাল আরও জানান, রাতভর বোমা হামলায় গাজায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, তুফাহ পাড়ার এক বাড়িতে হামলায় চারজন নিহত এবং অনেকজন আহত হয়েছে।

তাছাড়া, খান ইউনিসের গাজার নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত এবং অন্তত আটজন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×