নেতানিয়াহু যেকোনো সময় গাজার যুদ্ধবিরতি প্রচেষ্টা বানচাল করতে পারে: তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী


নেতানিয়াহু যেকোনো সময় গাজার যুদ্ধবিরতি প্রচেষ্টা বানচাল করতে পারে: তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী

গাজা যুদ্ধবিরতি ঘিরে চলমান কূটনৈতিক প্রচেষ্টা যেকোনো মুহূর্তে ব্যাহত করতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— এমন আশঙ্কা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার মতে, ইসরায়েলি মন্ত্রিসভার সাম্প্রতিক অবস্থান শান্তি প্রক্রিয়ার পথে গুরুতর বাধা তৈরি করছে।

ফিদান বলেন, “নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার যুদ্ধবিরতির পথে বাধা সৃষ্টি করতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক।” তিনি আরও জানান, আন্তর্জাতিক মহল ও নিজ দেশের ভেতর থেকে যুদ্ধ বন্ধের আহ্বান বাড়লেও, নেতানিয়াহু এখনো গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সব জিম্মি মুক্ত না হওয়া এবং সামরিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজা উপত্যকার কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধ শিগগিরই থামছে না।

হিব্রু দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য ও অবস্থান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। পত্রিকাটি জানায়, নেতানিয়াহুর জেদি অবস্থান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

অন্যদিকে, সিরিয়া ইস্যুতে হাকান ফিদান বলেন, তুরস্ক দেশটিতে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা বিভাজন প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। তার ভাষায়, আঙ্কারা বর্তমানে সিরিয়া সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করছে, যাতে দেশটি স্থিতিশীলতার পথে এগিয়ে যেতে পারে।

ফিদান আরও যোগ করেন, সিরিয়ায় আসন্ন সংসদীয় নির্বাচন দেশটির জন্য একটি “ঐতিহাসিক মাইলফলক”, যা দীর্ঘ সংঘাতের পর গণতান্ত্রিক পুনর্গঠনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×